বান্দরবানে এনসিপি জাতীয় যুবশক্তির জেলা কমিটির আত্মপ্রকাশ
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৫:৩৩
ছবি : বাংলাদেশের খবর
বান্দরবানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির আহ্বায়ক কমিটির আত্মপ্রকাশ হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে শহরের গ্র্যান্ড ভ্যালি হোটেলের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জেলা আহ্বায়ক সাদ্দাম হোসেন বলেন, জাতীয় যুবশক্তি সংগঠনটি এনসিপি গঠনের আগেই কার্যক্রম পরিচালনা করছিল। পরে এনসিপি আনুষ্ঠানিকভাবে গঠিত হওয়ার পর এটি দলের সহযোগী সংগঠন হিসেবে যুক্ত হয়।
তিনি জানান, বান্দরবান জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি ৪১ সদস্যের সমন্বয়ে আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনসুর আলম, যুগ্ম আহ্বায়ক চনুমং মারমা, বাবুল নন্দী ও টমাস ত্রিপুরা এবং সদস্য সচিব মোহাম্মদ ইউনুসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সোহেল কান্তি নাথ/এআরএস

