শেরপুরে ৪০ ভূমিহীন পরিবারকে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৫:৩৮
-68ee1a1da86be.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বগুড়ার শেরপুরে ৪০টির বেশি ভূমিহীন পরিবারের সরকারি খাস জমি জোরপূর্বক দখলের চেষ্টা এবং মিথ্যা মামলার মাধ্যমে হয়রানির প্রতিবাদে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় শেরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শেরপুর প্রেসক্লাবের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী পরিবারগুলো জানান, তারা শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কদিমুকুন্দ মৌজার হাটদীঘি পুকুরপাড় গ্রামের বাসিন্দা। প্রায় ৪৩ বছর আগে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে এসে এই পুকুরপাড়ে বসবাস শুরু করেন। এরপর থেকে শান্তিপূর্ণভাবে বসবাস করলেও স্থানীয় প্রভাবশালী সুবাস চন্দ্র মাহাতো পুলিশের সহযোগিতা নিয়ে তাদের জোরপূর্বক উচ্ছেদ এবং দখলের চেষ্টা চালাচ্ছেন।
ভুক্তভোগীরা বলেন, কিছুদিন আগে অস্ত্রসজ্জিত সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা চালানো হয়, এতে প্রায় ১৫ জন গুরুতর আহত হন। এরপর রাতে তাদের বাড়িতে আগুন দিয়ে হত্যার চেষ্টা করা হয়। পাশাপাশি প্রভাবশালী মহল একাধিক মিথ্যা মামলা দায়ের করে তাদের হয়রানি করছেন।
মানববন্ধনে অংশ নেওয়া নাসির উদ্দিন ও কোহিনুরসহ অন্যান্যরা জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। তারা দাবি করেন, ভূমিদস্যুদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা, দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা এবং দোকানপাট ক্ষতিগ্রস্তদের ফিরিয়ে দেওয়া।
শেরপুর উপজেলা নির্বাহী অফিসার আশিক খান বলেন, স্মারকলিপি পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আব্দুল ওয়াদুদ/এআরএস