পঞ্চগড়ে শিশু হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৫:৪১
---2025-10-14T154049-68ee1ac70c572.jpg)
ছবি : বাংলাদেশের খবর
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ বছর বয়সী আল হাবিব নামের এক শিশুকে নির্মমভাবে হত্যার বিচার ও অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার (১৩ অক্টোবর) বিকেলে শিলাইকুঠি বাজারে নিহত শিশুর পরিবার ও স্থানীয়রা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন- সাবেক ইউপি সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইউনিয়ন সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মকবুলার রহমান, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জুয়েল রানা, ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান আরিফ, নিহত আল হাবিবের দাদা মোশারফ হোসেন, চাচি রওশন আক্তার লাভলী এবং যুব ফোরামের সদস্য মিলন।
বক্তারা বলেন, প্রায় আড়াই মাস অতিবাহিত হলেও এখনো কোনো অপরাধীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তারা ধরাছোঁয়ার বাইরে কেন? আজ আমরা শিশু হাবিব হত্যার বিচার ও অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। যদি দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করা না হয়, তাহলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
পুলিশ প্রশাসনের উদ্দেশে তারা বলেন, অপরাধী যেই হোক না কেন, তাদের দ্রুত গ্রেপ্তার করুন। এ অমানবিক ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
গত ২৯ জুলাই রাত ৮টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের শিলাইকুঠি বাজার এলাকায় ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত বাথরুম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহে শ্বাসরোধের চিহ্নসহ মাথা ও পিঠে আঘাতের চিহ্ন পাওয়া যায়। নিহত শিশু আল হাবিব ওই ইউনিয়নের শিলাইকুঠি গ্রামের ইলেকট্রনিক মিস্ত্রি আশরাফুল ইসলামের একমাত্র ছেলে।
৫ নং বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক হোসেন বলেন, ঘটনার পর থেকে পুলিশ প্রশাসনকে আমাদের ইউপি সদস্য ও স্থানীয়রা তদন্তে সহযোগিতা করে আসছেন। আশা করছি, খুব শিগগিরই এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হবে।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মুসা বলেন, ‘হত্যার পর থেকেই পুলিশ প্রশাসনের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। আরও কিছু কাজ বাকি আছে। তদন্ত সম্পন্ন হলে আসল অপরাধীকে শনাক্ত করা সম্ভব হবে।’
- এসকে দোয়েল/এমআই