চুয়াডাঙ্গায় পৈত্রিক জমি বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা, আহত ৩
ফেরদৌস ওয়াহিদ, চুয়াডাঙ্গা
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৫:৪৯
ছবি : বাংলাদেশের খবর
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পৈত্রিক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে জয়নুল মণ্ডল (৫০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সংঘর্ষে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনা মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৯টার দিকে দামুড়হুদা সদর ইউনিয়নের গোবিন্দহুদা গ্রামে ঘটে।
নিহত জয়নুল মণ্ডল ওই গ্রামের মৃত নূর বক্স মণ্ডলের ছেলে। আহতরা হলেন জাহিদ মণ্ডল (৫৫), খাজা মণ্ডল (৫৬) ও দিপু (১৮)।
স্থানীয়রা জানান, সকালে মাঠে কাজ করার সময় নুরুল হক পেশকারের নেতৃত্বে একদল লোক ধারালো অস্ত্র নিয়ে জয়নুলের ওপর হামলা চালায়। পরে আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে জয়নুলের মৃত্যু হয়।
নিহতের পরিবার অভিযোগ করেন, নূর বক্স মণ্ডলের পরিবারের সঙ্গে নুরুল হক পেশকারের দীর্ঘদিন ধরে পৈত্রিক জমি নিয়ে বিরোধ চলছিল। আদালতে বিচারাধীন থাকার পর সম্প্রতি জয়নুলের হাতে জমি আসার পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা তীব্র হয়ে ওঠে।
নিহতের ভাতিজা কামাল মণ্ডল বলেন, ‘প্রায় তিন দশক ধরে জমি নিয়ে বিরোধ চলছে। নুরুল হক আমাদের নানা মামলায় হয়রানি করেছে। এক মাস আগে সেনাবাহিনী জমিটি আমাদের দখলে দেয়। আজ সকালে কাজ করার সময় নুরুল হক ১৫-২০ জনকে নিয়ে হামলা চালায়।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাপলা খাতুন জানান, ‘চারজনকে গুরুতর আহত অবস্থায় আনা হয়। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল। চিকিৎসাধীন অবস্থায় জয়নুল মারা যান।’
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর বলেন, ‘পৈত্রিক সম্পত্তি নিয়ে সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।’
ফেরদৌস ওয়াহিদ/এআরএস


