ফেনীতে মুছাপুর ক্লোজার পুনর্নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৫:৫২
ছবি : বাংলাদেশের খবর
নোয়াখালীর মুছাপুরে নির্মিত ভূমি রক্ষা বাঁধ ‘মুছাপুর ক্লোজার’ পুনর্নির্মাণ এবং নদী ভাঙন রোধে টেকসই ও প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামস্থ সোনাগাজী সমিতি ফেনী জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দিয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে সংগঠনের প্রতিনিধি দল জেলা প্রশাসকের হাতে স্মারকলিপিটি তুলে দেন।
স্মারকলিপিতে বলা হয়েছে, ২০২৪ সালের ২৬ আগস্ট ছোট ফেনী নদীর ওপর মুছাপুরে অবস্থিত ভূমি রক্ষা বাঁধটি ভয়াবহ বন্যার পানির তোড়ে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়। বাঁধ প্রশাসনিকভাবে নোয়াখালী জেলায় থাকলেও ক্ষতির সবচেয়ে বড় ভোগান্তি ফেনীর সোনাগাজী উপজেলার জনগণের। চর দরবেশ, চর মজলিশপুর, বগাদানা ও নবাবপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
প্রতিনিধি দল জানান, বাঁধ ধ্বংসের ফলে হাজারো মানুষ গৃহহীন হয়েছে, ফসলি জমি ও মৎস্য খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিদিন নতুন গ্রাম, শিক্ষা প্রতিষ্ঠান, উপাসনালয়, বাজার ও সড়ক নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। এতে মানবিক বিপর্যয় ছাড়াও জাতীয় অর্থনীতি, পরিবেশ ও সামাজিক স্থিতিশীলতাও চরম হুমকির মুখে পড়েছে।
তারা দাবি করেন, মুছাপুর ক্লোজার পুনর্নির্মাণে টেকসই বাঁধ, জিও ব্যাগ, পাথরের সুরক্ষা প্রাচীর নির্মাণ, ম্যানগ্রোভ বনায়ন এবং প্রকৃতি-ভিত্তিক সমাধান সমন্বিতভাবে বাস্তবায়ন করা জরুরি। এছাড়া ফেনী জেলা প্রশাসকের সরাসরি তদারকিতে নোয়াখালী জেলার মুছাপুর এলাকায় বাঁধ পুনর্নির্মাণে বিশেষ উদ্যোগ গ্রহণ এবং সংশ্লিষ্ট সরকারি বিভাগগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার অনুরোধ জানানো হয়।
স্মারকলিপি গ্রহণের সময় জেলা প্রশাসক বলেন, মুছাপুর রেগুলেটর নির্মাণ সংক্রান্ত বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির সদস্য সৈয়দ রবিউল হক শিমুল, সোনাগাজী সমিতি চট্টগ্রামের ভাইস চেয়ারম্যান সাইফুল আলম, সাংগঠনিক সম্পাদক নুরুল আফসার তৌহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক আমির হোসেন দুলাল, সোনাগাজী উপজেলা বিএনপির নেতা শাহ আলম মোরশেদ, যুবদল নেতা সেলিম, ওমর ফারুক ভূঁইয়া, সেন্টু প্রমুখ।
এম. এমরান পাটোয়ারী/এআরএস

