Logo

সারাদেশ

ফরিদপুরে নবনির্মিত ডিজিটাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ উদ্বোধন ও সরঞ্জাম বিতরণ

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৫:৫৫

ফরিদপুরে নবনির্মিত ডিজিটাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ উদ্বোধন ও সরঞ্জাম বিতরণ

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুর সদর উপজেলায় নবনির্মিত উপজেলা ডিজিটাল পরিষদ সম্মেলন কক্ষের উদ্বোধন এবং বিভিন্ন সুবিধাভোগীর মাঝে সরঞ্জাম বিতরণ করেছেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ফরিদপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে এবং এডিপি-এর আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক উদ্বোধন শেষে শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক, কৃষক ও আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের মধ্যে শিক্ষা উপকরণ, ভেন্ডিং মেশিন, সেলাই মেশিন, বীজ ও কীটনাশক স্প্রে মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম বিতরণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের সকল দপ্তরের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা তার বক্তব্যে বলেন, ‘জেলা প্রশাসনের বিভিন্ন বরাদ্দ থেকে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা প্রদান করা হয়েছে। ছাত্রদের মধ্যে সহনশীলতা এবং শিক্ষকদের প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তুলতে সবাইকে কাজ করতে হবে। জেলা প্রশাসনের তিন বছর মেয়াদি পরিকল্পনায় প্রতিটি উপজেলায় প্রয়োজনভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। চরাঞ্চলের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সবাইকে উপজেলা পরিষদের আওতায় সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানাই।’

অনুষ্ঠানে মোট ৩৯টি প্রতিষ্ঠান এবং ১৪০ জন উপকারভোগীর মধ্যে বিভিন্ন সরঞ্জাম হস্তান্তর করা হয়।

অপূর্ব অসীম/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর