এক মোটরসাইকেলে দুই বন্ধু, বাসের ধাক্কায় প্রাণ গেল একজনের

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৬:০৩
-68ee1ff0ecb6f.jpg)
বাসের ধাক্কায় নিহত শাহানুর ইসলাম বাবু। ছবি : সংগৃহীত
ফরিদপুরের আলফাডাঙ্গায় বাসের ধাক্কায় শাহানুর ইসলাম বাবু (২৬) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেলের আরোহী আরিফ মোল্যা (২৭) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহানুর ইসলাম বাবু ও আরিফ মোল্যা মোটরসাইকেলযোগে আলফাডাঙ্গা থেকে ফরিদপুর জেলা শহরে যাচ্ছিলেন। শাহানুর আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ থেকে অনার্স শেষ করে মাস্টার্সে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি উপজেলার গোপালপুর ইউনিয়নের পাড়াগ্রাম উত্তরপাড়া গ্রামের মৃত মান্নান মোল্যার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শাহানুর ইসলাম বাবু তার বন্ধু আরিফ মোল্যাকে নিয়ে মোটরসাইকেলযোগে ফরিদপুর শহরে যাচ্ছিলেন। পথে বোয়ালমারী উপজেলার কাদিরদী কলেজের সামনে পৌঁছালে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহানুরকে মৃত ঘোষণা করেন। আহত আরিফ মোল্যা হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।
আহত আরিফ মোল্যা বলেন, ‘দ্রুতগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস পেছন থেকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে হাসপাতালে নেওয়ার পথে শাহানুর মারা যায়। অল্পের জন্য আমি বেঁচে আছি। সামান্য আহত হয়ে চিকিৎসা নিয়েছি।’
বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. আল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ সেখানে কাউকে পাইনি। ঘাতক বাসটি পালিয়ে গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মিয়া রাকিবুল/এআরএস