ঢাকায় শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে কটিয়াদীতে বিক্ষোভ
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৬:০৬
ছবি : বাংলাদেশের খবর
ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে কটিয়াদীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সমাবেশে ফেকামারা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাসেম বিপ্লব সভাপতিত্ব করেন।
সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা, গণঅধিকার পরিষদ ও এনসিপির জেলা নেতারা।
আলোচনা শেষে বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকে শেষ হয়।
কটিয়াদীর বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা এতে অংশগ্রহণ করেন।
এআরএস

