Logo

সারাদেশ

বাউফলে ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৬:১৭

বাউফলে ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর বাউফলে ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে শাহ আলম হত্যার মামলার আসামি রমেশ মাজিকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাব-৮।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ২টার দিকে মৌকরন বাজার থেকে র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার রাশেদ আহসানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বাউফল থানা সূত্রে জানা যায়, চলতি বছরের ২৩ মার্চ উপজেলার কায়না গ্রামে নিহত শাহ আলমের ছাগল একই এলাকার গোবিন্দ ঘরামির জমির ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত শাহ আলমকে হাসপাতালে ভর্তি করা হলে এক মাস চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

প্রাথমিকভাবে এই ঘটনায় হামলার মামলা দায়ের করা হয়। পরে তা হত্যা মামলায় রূপান্তরিত হয়। ঘটনার পর থেকে মামলার আসামিরা পলাতক ছিলেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামিকে নিয়ে পটুয়াখালী যাচ্ছি। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

আরিফুল ইসলাম সাগর/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর