Logo

সারাদেশ

টমছমব্রিজ-কোটবাড়ি বেহাল সড়ক সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৬:২১

টমছমব্রিজ-কোটবাড়ি বেহাল সড়ক সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

  • কুমিল্লা টমছমব্রিজ থেকে কোটবাড়ি পর্যন্ত সড়কের বেহাল অবস্থা প্রতিবাদে ও দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা সিটি কলেজ।

  • মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় মানুষ অংশ নেন।

    মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, এই সড়ক কুমিল্লার শিক্ষা, সংস্কৃতি ও পর্যটনের অন্যতম প্রাণকেন্দ্র। কোটবাড়ি এলাকা, বিশ্ববিদ্যালয়, কলেজ ও পর্যটন কেন্দ্রের মূল যোগাযোগ পথ হওয়ায় দ্রুত সংস্কার না হলে জনদুর্ভোগ আরও বৃদ্ধি পাবে।

    অধ্যক্ষ মো. নাদিমুল হাসান চৌধুরী বলেন, ‘দীর্ঘদিন ধরে টমছমব্রিজ থেকে কোটবাড়ি পর্যন্ত রাস্তা ভেঙে পড়েছে। খানা-খন্দে ভরা এই সড়কে প্রতিদিন হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষ চলাচল করছে। দুর্ঘটনাও প্রায়ই ঘটছে। আমরা দ্রুত রাস্তার সংস্কার কাজ শুরু করার জোর দাবি জানাচ্ছি।’

    মানববন্ধন শেষে সবাই এককণ্ঠে শপথ নেন — ‘আমরা চাই নিরাপদ ও চলাচলযোগ্য রাস্তা।’

    সোহাইবুল ইসলাম সোহাগ/এআরএস


  • প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

    জনদুর্ভোগ মানববন্ধন

    Logo
    সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর