Logo

সারাদেশ

ফেনীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৬:২৯

ফেনীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

ছবি : বাংলাদেশের খবর

ফেনীতে জেলা প্রশাসকের আয়োজনে মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। এতে জেলার ছয়টি উপজেলা দল অংশগ্রহণ করছে।

জেলা প্রশাসক সাইফুল ইসলাম বেলুন উড়িয়ে ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় অংশ নেয় ফেনী সদর ও ফুলগাজী উপজেলা।

আয়োজকরা জানান, টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে এক লাখ টাকা। রানার্স-আপ দল পাবেন ৫০ হাজার টাকা। অংশগ্রহণকারী প্রতিটি দল ২০ হাজার টাকা পাবেন। টুর্নামেন্টে ক গ্রুপে রয়েছে পরশুরাম, সদর ও ফুলগাজী উপজেলা, আর খ গ্রুপে আছে ছাগলনাইয়া, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলা। প্রতিটি দল প্রথমে লীগ পর্ব খেলবে। লীগ পর্ব শেষে সেমি-ফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলা ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।

প্রতি ম্যাচে 'ম্যান অব দ্যা ম্যাচ' নির্বাচিত খেলোয়াড় ২ হাজার টাকা পাবেন। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা ও সেরা গোলকিপারকে যথাক্রমে ৫ হাজার টাকা প্রদান করা হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসেনের তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও ফেনী পৌর প্রশাসক গোলাম মো. বাতেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসান, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, রেফারি অ্যাসোসিয়েশনসহ ক্রীড়া সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এমরান পাটোয়ারী/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর