Logo

সারাদেশ

তারেক রহমানের পক্ষ থেকে হুইলচেয়ার পেল মাগুরার শিশু জিসান

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৬:৩৮

তারেক রহমানের পক্ষ থেকে হুইলচেয়ার পেল মাগুরার শিশু জিসান

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মাগুরার শালিখার ৬ বছর বয়সী বিশেষ চাহিদা সম্পন্ন শিশু জিসান হুইলচেয়ার উপহার পেয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) শালিখা উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক লিনটন মুন্সী ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন শিশু জিসানের পরিবারের হাতে এই হুইলচেয়ার তুলে দেন।

যুবদল নেতা নয়ন বলেন, ‘তারেক রহমানের পক্ষ থেকে আমরা সবসময় শিশু জিসানের পাশে আছি। এটি শুধু আজকের হুইলচেয়ার সহায়তার মধ্যেই সীমাবদ্ধ নয়—যেকোনো প্রয়োজনে বিএনপি আপনাদের পাশে থাকবে।’

তিনি আরও বলেন, ‘তারেক রহমানের নির্দেশনায় আমরা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। যারা অসুস্থ, তাদের সাধ্যমতো সহযোগিতা করছি। আমরা বিশ্বাস করি, জনগণ আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনবেন। বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষের অধিকার ও স্বার্থ রক্ষা করবে। আমরা দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে চাই, পাশে থাকতে চাই।’

এদিকে হুইলচেয়ার পেয়ে উচ্ছ্বসিত জিসান ও তার পরিবার। পরিবারের সদস্যরা জানান, এই সহায়তা জিসানের জীবনে নতুন সম্ভাবনা ও চলার শক্তি যোগাবে। এতদিন জিসানের চলাফেরায় যে কষ্ট ছিল, এই হুইলচেয়ার তা অনেকটা লাঘব করবে। পরিবার তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

তাছিন জামান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তারেক রহমান বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর