Logo

সারাদেশ

বান্দরবানে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৭:০৫

বান্দরবানে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

চট্টগ্রামসহ সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতন ও হামলার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) দুপুরে প্রেসক্লাবের সামনে বান্দরবানের কর্মরত সাংবাদিকবৃন্দ এই মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও যমুনা টিভির চট্টগ্রাম ব্যুরো রিপোর্টার জোবাইর শাহাদাতের ওপর হামলার ঘটনা সারাদেশের সাংবাদিক সমাজকে উদ্বিগ্ন করেছে। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। না হলে দেশের বিভিন্ন জায়গায় আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সহ সভাপতি নাছিরুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন.এ. জাকির, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক, সাংবাদিক ইউনিয়নের সভাপতি এইচ.এম. সম্রাট, সাংগঠনিক সম্পাদক আবুল বশর নয়নসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

সোহেল কান্তি নাথ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণমাধ্যম মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর