Logo

সারাদেশ

ঝিনাইদহ সীমান্তে শিশুসহ ৬ বাংলাদেশি আটক

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৮:০২

ঝিনাইদহ সীমান্তে শিশুসহ ৬ বাংলাদেশি আটক

ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে দুইজন নারী ও দুইজন শিশু রয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তের ৬০/৩৭ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। বিকেল ৩টার দিকে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

আটকপ্রাপ্ত বয়স্ক দুইজন পুরুষ হলেন-নোয়াখালীর চর আমানউল্লাহ গ্রামের হরিধন জলদাসের ছেলে কৃষ্ণ জলদাস (৪০) এবং একই গ্রামের রবি জলদাসের ছেলে কিরণ জলদাস (২৭)।

বিজিবি জানায়, সকাল সাড়ে ৯টার দিকে বাঘাডাঙ্গা বিওপির হাবিলদার সাইফুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ৬০/৩৭ সংলগ্ন এলাকা থেকে নারী ও শিশুসহ ৬ জনকে আটক করা হয়। তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে দাবি করেছে বিজিবি। আটক ব্যক্তিদের মহেশপুর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে মহেশপুর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘আটক নারী ও শিশুদের যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। প্রাপ্তবয়স্ক দুই পুরুষের বিরুদ্ধে মামলার পর আদালতে সোপর্দ করা হবে।’

  • এম. বুরহান উদ্দীন/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিজিবি আটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর