নারায়ণগঞ্জে ৮৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ, ২ পাচারকারী আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৮:১৭
---2025-10-14T181700-68ee3f4edb62c.jpg)
ছবি : বাংলাদেশের খবর
নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক কর ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় পাচারকাজে জড়িত দুইজনকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ অক্টোবর) রাতে কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক ফতুল্লার কুতুবপুর পাগলা বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সন্দেহভাজন একটি ট্রাক তল্লাশি করে প্রায় ৮৫ লাখ ৫৯ হাজার টাকার শুল্ক কর ফাঁকি দেওয়া ৬২০ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। ট্রাকসহ দুই পাচারকারীকে ঘটনাস্থলেই আটক করা হয়। জব্দ করা পণ্য ও ট্রাক ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, ‘দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
- ইমতিয়াজ আহমেদ/এমআই