Logo

সারাদেশ

টাঙ্গাইলে শ্রমিকদল নেতার বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

Icon

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৯:০৫

টাঙ্গাইলে শ্রমিকদল নেতার বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

ছবি : বাংলাদেশের খবর

​টাঙ্গাইলের সখীপুরে এক শ্রমিকদল নেতার বিরুদ্ধে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলায় ঘটনাটি ঘটেছে।

ধর্ষণের শিকার শিশুটি স্থানীয় একটি মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী। শিশুটিকে উদ্ধার করে বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযুক্ত ব্যক্তির নাম ফজলু মিয়া (৩৮), যিনি দাড়িয়াপুর ইউনিয়ন শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক এবং প্রতিমা বংকী গ্রামের আমজাদ হোসেনের ছেলে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

জানা যায়, মঙ্গলবার সকালে অভিযুক্ত ফজলু মিয়া ওই শিশুকে মাদরাসায় নামিয়ে দেওয়ার কথা বলে সিএনজিতে তোলেন। মাদরাসায় যাওয়ার পথে রাস্তার পাশে একটি জঙ্গলে নামিয়ে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যান। শিশুটি সেখান থেকে উঠে মাদরাসায় গিয়ে শিক্ষক ও এক অভিভাবককে ঘটনাটি জানালে তাৎক্ষণিকভাবে পরিবার ও পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় দুপুর ১২টার দিকে শিশুটির মা বাদি হয়ে সখীপুর থানায় একটি ধর্ষণ মামলা করেছেন।

এদিকে, এই অপকর্মের জন্য অভিযুক্ত ফজলু মিয়াকে দাড়িয়াপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. মতিন মিয়া দলীয় অবস্থান স্পষ্ট করে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঞা বলেন, ‘মামলা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।’

  • মুহাম্মদুল্লাহ/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ধর্ষণ মামলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর