নারায়ণগঞ্জে ডোবা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৯:৫৩
---2025-10-14T201014-68ee59e0f017f.jpg)
নিহত তরুণী কামরুন নাহার সায়মা (২৩)। ছবি : বাংলাদেশের খবর
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাইকারটেক ব্রিজ সংলগ্ন একটি ডোবা থেকে এক তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তরুণী কামরুন নাহার সায়মা (২৩)। সায়মা সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আমতলা এলাকার মৃত সাদেক মোল্লার মেয়ে। সে স্থানীয় একটি রেস্টুরেন্ট ‘কলাপাতা বার্গার’এ ওয়েটার হিসেবে কাজ করতো।
জানা যায়, সকালে এলাকাবাসী ডোবার দিক থেকে দুর্গন্ধ পেয়ে সেখানে গিয়ে একটি বড় বস্তা দেখতে পান। সন্দেহজনক মনে হলে তারা সোনারগাঁ থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি উদ্ধার করে খুলে দেখে, ভেতরে এক তরুণীর মরদেহ।
মরদেহের গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, অজ্ঞাত দুর্বৃত্তরা সায়মাকে শ্বাসরোধে হত্যা করে লাশ গোপন করার উদ্দেশ্যে বস্তায় ভরে ডোবায় ফেলে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, ভোর থেকেই চারপাশে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরে কয়েকজন মিলে ডোবার কাছে গিয়ে বস্তাটি দেখতে পান এবং পুলিশে খবর দেন।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, ‘ঘটনাস্থল থেকে এক তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।’
- ইমতিয়াজ আহমেদ/এমআই