গাজীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা নিহত, ছেলে আহত
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০৯:৩২
মোহাম্মদ কবির হোসেন। ছবি : সংগৃহীত
গাজীপুরের শ্রীপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ কবির হোসেন (৪৫) নামে এক ভেটেনারি চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে আহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার জৈনা-গাজীপুর আঞ্চলিক সড়কের বনানী মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কবির হোসেন শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া নতুন বাজার সংলগ্ন বটতলা এলাকার বোরহান উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ভেটেনারি চিকিৎসক ছিলেন এবং জৈনা বাজারে তার একটি পশু চিকিৎসালয় ছিল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে কবির হোসেন তার ছেলেকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বনানী মাঠ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজনই ছিটকে পড়ে যান। কবির হোসেন ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা উদ্ধার করে মাওনা চৌরাস্তা আলহেরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত ছেলেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক ও সহকারী পালিয়ে যায়।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ট্রাকটি আটক করা হয়েছে। চালক ও সহকারীকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এমএইচএস

