Logo

সারাদেশ

সীতাকুণ্ডে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, নিহত ২

Icon

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৪:১৫

সীতাকুণ্ডে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, নিহত ২

নিহত মাঈন উদ্দিন। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গলসলিমপুর পাহাড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম মাঈন উদ্দিন (৩০)।

তিনি ১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়ে সোমবার (১৪ অক্টোবর) রাত ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

গত ৪ অক্টোবর জঙ্গলসলিমপুর এলাকায় আধিপত্য নিয়ে ইয়াছিন বাহিনী ও রোকন বাহিনীর মধ্যে সশস্ত্র সংঘর্ষে খলিলুর রহমান কানু নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হন। মাঈন উদ্দিনের মৃত্যুর মধ্য দিয়ে ওই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই জনে।

নিহত মাঈন উদ্দিনের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকার ২ নম্বর জালাবাদে বসবাস করতেন। সংঘর্ষের দিন তিনি এলাকাটি ঘুরতে গিয়ে গুলিবিদ্ধ হন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২৫–৩০ জনকে আসামি করে সীতাকুণ্ড মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

জামশেদ আলম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত সংঘর্ষ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর