-68ef5b546ba6b.jpg)
ছবি : বাংলাদেশের খবর
পটুয়াখালীর বাউফলে পুকুরের পানিতে ডুবে আরিফ হোসেন (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১২টার দিকে বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস বাজারসংলগ্ন বুলু গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আরিফ হোসেন ওই এলাকার সোহাগ হোসেন হাওলাদারের ছেলে।
নিহতের পরিবার জানায়, সকালে আরিফ বাড়ির উঠানে খেলাধুলা করছিল। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে দেখতে পান তারা।
দ্রুত উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন।
বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, ‘ঘটনাটি সম্পর্কে তদন্ত চলছে। বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।’
সাগর/এআরএস