ফেনীতে প্রথমবার আন্তর্জাতিক লোয়ার সেকেন্ডারি পরীক্ষা অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৪:৩৪
-68ef5ca9b2f26.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ফেনীতে প্রথমবারের মতো ব্রিটিশ কারিকুলামে ইন্টারন্যাশনাল লোয়ার সেকেন্ডারি এক্সামিনেশন (Edexcel International Award Qualifications) অনুষ্ঠিত হয়েছে। এতে ফেনী শহরের পাঠানবাড়ী রোডে অবস্থিত হোপ ইন্টারন্যাশনাল স্কুলের ২০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
কুমিল্লা বোর্ডের ছয় জেলার মধ্যে পিয়ারসন এডএক্সেলের অধীনে ও এবং এ লেভেল পর্যন্ত আন্তর্জাতিক কারিকুলামে পাঠদান প্রদানে অনুমোদনপ্রাপ্ত একমাত্র প্রতিষ্ঠান হলো হোপ ইন্টারন্যাশনাল স্কুল। মঙ্গলবার (১৪ অক্টোবর) স্কুলের নিজস্ব ক্যাম্পাসে পরীক্ষার হল পরিদর্শন করেন বিদ্যালয়ের অধ্যক্ষ মো. আলমগীর কবির।
বিদ্যালয় সূত্রে জানা যায়, কোলাহলমুক্ত পরিবেশে শিক্ষাদান করা প্রতিষ্ঠানটি ২০১৭ সালে ন্যাশনাল কারিকুলামের মাধ্যমে শুরু হয় এবং ২০২৪ সালে ইংরেজি মাধ্যমে ব্রিটিশ কারিকুলামের অনুমোদন পায়।
পরীক্ষা চলাকালীন সময়ে নিরাপত্তা নিশ্চিত করতে ফেনী পুলিশ প্রশাসন, শিক্ষা প্রশাসন, সাংবাদিক, অভিভাবক ও শিক্ষকবৃন্দ সর্বাত্মক সহযোগিতা করেন।
অধ্যক্ষ মো. আলমগীর কবির বলেন, `হোপ ইন্টারন্যাশনাল স্কুল গর্বের সাথে ফেনী জেলায় একটি অনন্য দ্বৈত কারিকুলাম চালু করেছে। কুমিল্লা শিক্ষা বোর্ড অঞ্চলের একমাত্র প্রতিষ্ঠান যা জাতীয় কারিকুলাম (ইংরেজি ভার্সন) এসএসসি পর্যন্ত এবং পিয়ারসন এডএক্সেল (UK) এর অধীনে ‘ও’ এবং ‘এ’ লেভেল পর্যন্ত আন্তর্জাতিক কারিকুলাম পাঠদান করে।'
তিনি আরও বলেন, `আজ আমাদের শিক্ষার্থীরা অংশ নিয়েছে এডএক্সেল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কোয়ালিফিকেশনস লোয়ার সেকেন্ডারি পর্যায়ের আন্তর্জাতিক বোর্ড পরীক্ষায়। এটি কুমিল্লা অঞ্চলের জন্য যুগান্তকারী ঘটনা। এই অর্জন কেবল বিদ্যালয়ের শিক্ষাগত উৎকর্ষ প্রমাণ করে না, বরং শিক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতা ও সফলতার সুযোগও তৈরি করে। গুণগত শিক্ষার বিকল্প নেই।'
উল্লেখ্য, হোপ ইন্টারন্যাশনাল স্কুলের কয়েকজন শিক্ষার্থী ইতিমধ্যেই অস্ট্রেলিয়া, কানাডা ও মালয়েশিয়ায় উচ্চতর শিক্ষা অর্জন করেছে।
এম. এমরান পাটোয়ারী /এআরএস