Logo

সারাদেশ

ঝিনাইদহে স্ত্রীকে হত্যা করে দোকানে লুকিয়ে রাখলেন স্বামী

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৪:৪০

ঝিনাইদহে স্ত্রীকে হত্যা করে দোকানে লুকিয়ে রাখলেন স্বামী

ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহে স্ত্রী তাসলিমা খাতুন (৪০) হত্যার ঘটনায় স্বামী লাল মিয়া (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তিন দিন পর মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে জেলার হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান ও একমাত্র আসামিকে আটক করা হয়।

নিহতের ছেলে কিশোর রাজন (২১) বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ১১।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ‘গত ১২ অক্টোবর রাতে ঝিনাইদহ পৌরসভাধীন গোপীনাথপুর ছাগল ফার্মের পাশে লাল মিয়ার আসবাবপত্র তৈরির দোকানের তালা ভেঙে বস্তাবন্দী অবস্থায় স্ত্রী তাসলিমা খাতুনের লাশ উদ্ধার করা হয়। এর আগে সকাল থেকেই তাসলিমা নিখোঁজ ছিলেন।’

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাল মিয়া স্বীকার করেছে, পারিবারিক কলহের জেরে তিনি স্ত্রী তাসলিমা খাতুনকে শ্বাসরোধে হত্যা করেন এবং তার লাশ দোকানের ভেতরে চৌকির নিচে বস্তাবন্দী অবস্থায় লুকিয়ে রাখেন।

এম বুরহান উদ্দীন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন মরদেহ উদ্ধার গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর