Logo

সারাদেশ

জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সারাদেশে বিক্ষোভ

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৫:০৩

জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সারাদেশে বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

দেশের বিভিন্ন জেলায় জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বুধবার (১৫ অক্টোবর) মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন, পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতিতে নির্বাচন এবং পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য এ কর্মসূচি আয়োজন করা হয়। জেলার কেন্দ্রীয় শহীদ মিনার, প্রেসক্লাব ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে অনুষ্ঠিত এই মানববন্ধনে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বাংলাদেশের খবরের জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত।

ফেনী : ফেনী জেলার শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জামায়াতে ইসলামী ফেনী জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আমীর মুফতি আবদুল হান্নান।

প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। মানববন্ধনে জেলা নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ, জেলা প্রচার সম্পাদক আনম আবদুর রহিম, জেলা সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম ও সদর উপজেলা আমীর মাওলানা নাদেরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

খাগড়াছড়ি : খাগড়াছড়ি শাপলা চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে সকাল ১১টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন। বক্তৃতা করেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নান, সদর উপজেলা জামায়াত আমীর মোঃ ইলিয়াছ, শ্রমিক কল্যাণ ফেডারেশন সদর উপজেলা সভাপতি ইয়াকুব আলী হোসাইন এবং উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক ইয়াছিন আরাফাত। দুপুর ১২টায় একই দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার উদ্যোগে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা কাউছার আজিজী এবং ইসলামী যুব ও ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

সুনামগঞ্জ : সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সহ-সভাপতি হাফিজ মাসুম আহমদ। প্রধান অতিথি ছিলেন জেলা সভাপতি ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি শহীদুল ইসলাম পলাশী।

বক্তারা জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং পাঁচ দফা দাবির বাস্তবায়নসহ জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন।

ঝিনাইদহ : ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে জামায়াতে ইসলামি জেলা শাখার উদ্যোগে সকাল ১০টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জেলা আমীর অধ্যাপক আলী আজম মো. আবুবকর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর আব্দুল আলীম, কেন্দ্রীয় কমিটির মজলিসে শুরা সদস্য অধ্যাপক মতিয়ার রহমান, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল।

বক্তারা জনগণের ভোটাধিকার সুরক্ষা ও গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়নে পিআর পদ্ধতির গুরুত্বের উপর জোর দেন এবং জাতীয় সনদে এ পদ্ধতির অন্তর্ভুক্তি ও গণভোটের দাবি জানান।

নীলফামারী : বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আনুপাতিক প্রতিনিধিত্বমূলক (পিআর) পদ্ধতি চালুর দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত জেলা শহরের কালিতলা বাসটার্মিনাল থেকে ডালপট্টি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম, নীলফামারী সদর ও নীলফামারী-০৩ আসনের মনোনীত প্রার্থীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জাতীয় সংসদে সকল দলের সমান প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং দেশে একক দলের আধিপত্য থাকবে না। তারা সরকারের কাছে আহবান জানান, আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হোক। মানববন্ধনে ফ্যাসিস্ট সরকারের জুলুম ও দুর্নীতির বিচার, জুলাই সনদসহ পাঁচ দফা দাবী বাস্তবায়নে গণভোটের আয়োজন করারও দাবি করা হয়।

শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘জুলাই সনদ’ ও পিআর পদ্ধতি চালুসহ কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা আমির মাওলানা নুরুল ইসলাম। সঞ্চালনা করেন উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ।

প্রধান অতিথি ডা. মো. জাহাঙ্গীর আলম বলেন, আগামী জাতীয় নির্বাচন জাতীয় সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে আয়োজন করতে হবে এবং সব নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। তিনি অবৈধ কর্মকাণ্ডের বিচার ও স্বৈরাচারী দলের নিষেধাজ্ঞার দাবি জানান। এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পিআর পদ্ধতির নির্বাচন বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর