‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৫:২৪
ছবি : বাংলাদেশের খবর
বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য র্যালি, আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও জেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এনজিওর সহযোগিতায় এসব অনুষ্ঠানে শিক্ষার্থী, কর্মকর্তা ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। প্রদর্শনী ও আলোচনা সভার মাধ্যমে মানুষকে নিয়মিত সাবান ও পানি দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়। বাংলাদেশের খবরের জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত।
ফেনী : ফেনীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম। জেলা প্রশাসন ও জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মো. বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাইল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শফিউল হক, জেলা পুলিশ ও সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা প্রশাসক বলেন, সঠিকভাবে হাত ধোয়া রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এই স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।
মেহেরপুর (গাংনী) : মেহেরপুরের গাংনীতে র্যালি, আলোচনা সভা ও হাত ধোয়ার কৌশল শেখানোর মাধ্যমে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আনোয়ার হোসেন নেতৃত্ব দেন। এছাড়া মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম সোনা, বিএনপি নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
ফরিদপুর (আলফাডাঙ্গা) : আলফাডাঙ্গায় সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি শুরু হয় এবং একই স্থানে শেষ হয়। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনের আলোচনা সভায় বক্তারা হাত ধোয়ার গুরুত্ব ও বিভিন্ন তথ্য তুলে ধরেন। শিক্ষার্থীরা হাতে-কলমে সঠিক হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন করে।
চট্টগ্রাম (সীতাকুণ্ড) : সীতাকুণ্ডে সকাল ১১টায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। জনস্বাস্থ্য প্রকৌশলী, সমাজসেবা কর্মকর্তা ও শিক্ষাপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা হাত ধোয়ার কৌশল প্রদর্শন করে।
নেত্রকোনা (পূর্বধলা) : পূর্বধলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে র্যালি ও হাত ধোয়া প্রদর্শনীর মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান খান অনুষ্ঠান উদ্বোধন করেন। বক্তারা জানান, নিয়মিত হাত ধোয়ার অভ্যাস সংক্রামক রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ।
কিশোরগঞ্জ (কুলিয়ারচর) : উপজেলা পরিষদ চত্বরে র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকার অনুষ্ঠান উদ্বোধন করেন। জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারসহ শিক্ষার্থী ও স্থানীয় নাগরিকরা উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ (নাচোল) : উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিস কর্তৃক অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ মহড়া প্রদর্শনের পর শিক্ষার্থীরা হাত ধোয়ার পদ্ধতি শিখেছে। উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আগামী প্রজন্মকে সুস্থ ও স্বাস্থ্য সচেতন হিসেবে গড়ে তোলার গুরুত্ব আলোচনা করা হয়।
বগুড়া (শেরপুর) : শেরপুর উপজেলায় সকাল ১১টায় র্যালি ও হাত ধোয়ার প্রদর্শনীর মাধ্যমে দিবস উদযাপন করা হয়। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণ হাত ধোয়ার সঠিক পদ্ধতি শিখেছে। সাবান বিতরণ ও স্যানিটেশন বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে।
এআরএস

