Logo

সারাদেশ

কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

Icon

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৫:৩৯

কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

ছবি : বাংলাদেশের খবর

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় পৌরসভা চত্বরে আনুষ্ঠানিকভাবে অভিযান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতারা, পৌর কাউন্সিলর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আদনান আখতার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার, পৌরসভার সহকারী প্রকৌশলী আবুল হাসান ভূইয়া, উপসহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দিন, এনসিপি, বিএনপি ও জামায়াতে ইসলামী'র নেতাকর্মীসহ পৌরসভার কর্মচারীবৃন্দ।

উদ্বোধনের পরে জনসচেতনতা বৃদ্ধির জন্য পৌরসভা চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, বাজারের রাস্তা পরিস্কার করা হয় এবং ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন স্প্রে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকার বলেন, কুলিয়ারচর পৌরসভা ডেঙ্গুমুক্ত রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আজ ও আগামীকাল অভিযান চলবে। বিভিন্ন রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবীরা আমাদের সঙ্গে কাজ করছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডেঙ্গু ভাইরাস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর