নাশকতা ও সহিংসতার ৪ মামলায় সাবেক এমপি কবিরুল হক কারাগারে
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৫:৪৮
ছবি : বাংলাদেশের খবর
নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতা বি এম কবিরুল হক মুক্তিকে চারটি নাশকতা ও সহিংসতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১৫ অক্টোবর) সকালে নড়াইলের আমলী আদালতের দুই বিচারক এই আদেশ দেন।
আদালতের তথ্য অনুযায়ী, নড়াগাতি থানার জি আর মামলা নম্বর ৬১/২৪ ও ৬৩/২৪ এবং কালিয়া থানার জি আর মামলা নম্বর ১২৪/২৪ ও ১৪৩/২৪—এই চারটি মামলায় তদন্ত কর্মকর্তারা গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে প্রাথমিক তথ্য ও প্রমাণ পর্যালোচনা করে আবেদন মঞ্জুর করে এবং মুক্তিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বিশেষ নিরাপত্তায় প্রিজন ভ্যানে তাকে নড়াইল জেলা কারাগারে আনা হয়। পুলিশ জানায়, নড়াইলের বিভিন্ন থানায় দায়ের করা মামলাগুলোতে নিয়মিত হাজিরার জন্য তাকে জেলা কারাগারে আনা হয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর নিকেতন এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনী বি এম কবিরুল হক মুক্তিকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে দায়ের করা চারটি মামলার তদন্ত এখনো চলমান। নতুন তথ্য ও প্রমাণের ভিত্তিতে আদালতের অনুমতিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বি এম কবিরুল হক মুক্তি নড়াইলের রাজনীতিতে দীর্ঘদিন ধরে প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন। এরপর ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন।
কৃপা বিশ্বাস/এআরএস

