Logo

সারাদেশ

ফরিদপুরে বধির ও শ্রবণ প্রতিবন্ধীদের ৭ দফা দাবিতে অবস্থান কর্মসূচি

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৬:০০

ফরিদপুরে বধির ও শ্রবণ প্রতিবন্ধীদের ৭ দফা দাবিতে অবস্থান কর্মসূচি

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরে সাত দফা দাবিতে কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছে ফরিদপুর জেলা মুখ বধির সংঘ ও জাতীয় বধির ঐক্য পরিষদ। বধির ও শ্রবণ প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থান এবং মৌলিক অধিকার নিশ্চিতের জন্য বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা মুখ বধির সংঘের সভাপতি মাহমুদুর রহমান, দপ্তর সম্পাদক জুলহাস মিঠুন, বোয়ালমারী শাখার নির্বাহী সদস্য আনিসুর রহমান, কোষাধ্যক্ষ আনিস খান এবং জেলা শাখার অন্যান্য সদস্য সঞ্জয়সহ নেতৃবৃন্দ।

অবস্থান কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর সাত দফা দাবির স্মারকলিপি জমা দেন তারা।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর