-(89)-68ef76c5aaaf5.jpg)
মো. সাইফুল ইসলাম। ছবি : সংগৃহীত
ভোলার চরফ্যাসনে মো. সাইফুল ইসলাম নামে এক সাংবাদিককে আগুনে পুড়িয়ে হত্যার হুমকির অভিযোগ উঠেছে চরফ্যাসন পৌর শ্রমিকলীগের সভাপতি সাইফুল ইসলাম সবুজের বিরুদ্ধে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডে সাইফুল ইসলামের বসতবাড়ি সংলগ্ন জামে মসজিদের সামনে প্রকাশ্যে এই হুমকির ঘটনা ঘটে। ঘটনার পর সাংবাদিক সোমবার রাতে চরফ্যাসন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
তিনি চরফ্যাসন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এবং দৈনিক বাংলা পত্রিকায় চরফ্যাসন উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
ভুক্তভোগী সাংবাদিক জানান, শ্রমিকলীগ নেতার স্ত্রীর একটি প্রাইমারি স্কুলের ক্লাসে সন্তানকে নিয়ে ভিডিও ধারণ এবং তা সামাজিক মাধ্যমে প্রকাশের কারণে তাকে হত্যা হুমকি দেওয়া হয়। ঘটনার সময় স্থানীয় মানুষ উপস্থিত থাকায় নেতা পালিয়ে যান।
অভিযুক্ত নেতা সবুজ বিষয়টি অস্বীকার করে বলেছেন, ‘আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। আমি কেন কাউকে হুমকি দিবো?’
চরফ্যাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান হাওলাদার বলেন, ‘সাংবাদিকের সাধারণ ডায়েরির ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
- এম ফাহিম/এমআই