ইয়াবা ও গাঁজাসহ মিশন গ্রানাডা স্কুলের প্রধান শিক্ষক গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৬:৩৫
-(90)-68ef78fcd8be4.jpg)
মুসলিম মিশন গ্রানাডা স্কুলের প্রধান শিক্ষক শাহরিয়ার আহমেদ খান নিজামি। ছবি : সংগৃহীত
ফরিদপুর শহরের মুসলিম মিশন গ্রানাডা স্কুলের প্রধান শিক্ষক শাহরিয়ার আহমেদ খান নিজামি (৫০) ইয়াবা ও গাঁজাসহ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গ্রেপ্তার হয়েছেন।
পরে ভ্রাম্যমাণ আদালতের রায়ে তাকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, সম্প্রতি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের উপস্থিতিতে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমানের নেতৃত্বে শহরের গুহলক্ষ্মীপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় রতন ঢালীর রিকশা গ্যারেজের সামনে থেকে শাহরিয়ার আহমেদ খান নিজামিকে ৫০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
এ সময় ভ্রাম্যমান আদালত তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলায়েত হোসেন বলেন, ‘জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে আসামিকে ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর সাইফুল ইসলাম বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন।’
- অপূর্ব অসীম/এমআই