Logo

সারাদেশ

জামালপুরে ভোট কেন্দ্র পুনঃবহালের দাবিতে মানববন্ধন

Icon

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৬:৪২

জামালপুরে ভোট কেন্দ্র পুনঃবহালের দাবিতে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

জামালপুরের ইসলামপুরে পূর্বের ভোট কেন্দ্র বহাল রাখার দাবিতে স্থানীয় গ্রামবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার পাথশী ইউনিয়নের আজিরউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র বহাল রাখার দাবিতে উপজেলা নির্বাচন অফিসের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক স্থানীয় নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হঠাৎ করে দীর্ঘদিনের ভোট কেন্দ্রটি স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়ায় সাধারণ ভোটারদের ভোটাধিকার প্রয়োগে সমস্যা হবে। বিশেষ করে নারী ও বয়স্ক ভোটারদের জন্য এটি অত্যন্ত কষ্টকর হবে।

তারা বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিতে চাই। তাই পুরোনো কেন্দ্রটি আগের জায়গায় বহাল রাখার অনুরোধ জানাই।’

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা দ্রুত এ বিষয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন এবং উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন।

  • ফিরোজ শাহ/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর