Logo

সারাদেশ

কক্সবাজারে ২০ হাজার পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

Icon

চকরিয়া (পেকুয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৭:২০

কক্সবাজারে ২০ হাজার পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) সকালে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দিঘী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুতুবদিয়া উপজেলার মধ্যম কৈয়ারবিল ৬নং ওয়ার্ড এলাকার জহির আলম ও তার স্ত্রী শাহেনা বেগম (৪৬)। বর্তমানে তারা খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় বসবাস করেন বলে জানা গেছে।

জানা গেছে, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশের তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেন এসআই আবুল খায়ের এসআই সোহরাব সাকিব, এস আই মহিউদ্দিনসহ একদল পুলিশ। 

  • তাওহীদ শিকদার/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর