পাহারাদারদের বেঁধে জুয়েলারিসহ ৮ দোকানে ডাকাতি, গ্রেপ্তার ১

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৮:৫৪
-(99)-68ef998b73415.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ সাহেবেরচর বাজারে পাহারাদারদের বেঁধে জুয়েলারিসহ আট দোকানে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য জালাল মিজিকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে পাঁচদিনের রিমান্ড চেয়ে গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত জালাল মুন্সিগঞ্জ সদর থানার বানিয়াল মহেশপুর গ্রামের কাসেম মিজি’র ছেলে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘গত ৮ অক্টোবর রাতে সশস্ত্র মুখোশধারী ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে সাহেবেরচর বাজারে পাহারাদারদের বেঁধে ডাকাতি করে। এঘটনায় মামলা দায়েরের পর পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের সহযোগিতায় মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।’
ওসি আরও বলেন, ‘নদীপথে স্পিডবোট ব্যবহার করে ডাকাতি করে জালাল। সে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে বরিশালসহ দেশের বিভিন্ন থানায় ৪টি ডাকাতি মামলা রয়েছে।’
- এস এম মিজান/এমআই