খেলাধুলা আমাদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে : মেজর হাফিজ

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৯:৪৬
---2025-10-15T194453-68efa5a9edb24.jpg)
ছবি : বাংলাদেশের খবর
খেলাধুলা আমাদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ্ রাখে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে ভোলার লালমোহন উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম আন্তঃইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেজর হাফিজ বলেন, ‘খেলাধুলা আমাদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ্ রাখে। ফুটবল বাংলাদেশ ও পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা। প্রত্যেকটি স্কুলে খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে। খেলাধুলার মাধ্যমে সমাজের অনেক খারাপ কাজ দূর হয়ে যায়। পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা করা উচিত।’
লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাবেক সভাপতি মো. শাহরুখ হাফিজ ডিকো, পৌর বিএনপির সভাপতি মো. সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, প্রেসক্লাব আহ্বায়ক সোহেল মো. আজিজ শাহীন ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ কয়েকহাজার ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় কালমা ইউনিয়ন বনাম ধলীগৌরনগর ইউনিয়ন অংশগ্রহণ করে।
- মো. সোয়েব মেজবাহউদ্দিন/এমআই