জামায়াতে ইসলামী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে ফন্দিফিকির করছে : প্রিন্স

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ২০:৪৪
---2025-10-15T204405-68efb34754c01.jpg)
ছবি : বাংলাদেশের খবর
জামায়াতে ইসলামী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে ফন্দিফিকির করছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
বুধবার (১৫ অক্টোবর) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নাগলা বাজারে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ শেষে স্বতঃস্ফূর্ত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, জামায়াতে ইসলামী প্রতিনিয়ত নানা অজুহাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে ফন্দিফিকির করছে। কখনো পিআর, কখনো গণভোট, কখনো জুলাই সনদ নিয়ে। তাদের আচরণ শিশুসুলভ, উদ্দেশ্য প্রণোদিত। বিভিন্ন জটিল বিষয়কে পরিকল্পিতভাবে ইস্যু বানিয়ে আসন্ন সংসদ নির্বাচনকে বিলম্বিত তথা অনিশ্চিত করতে অপতৎপরতা চালাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘১৫ বছর আওয়ামী লীগের কারণে মানুষ ভোট দিতে পরে নাই। একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করায় এরা এখনও স্বাধীনতা বিরোধী হিসেবে জনগণের কাছে পরিচিত।’
এর আগে গণসংযোগকালে তিনি নাগলা বাজারের ব্যবসায়ী, ক্রেতা, বিক্রেতাসহ উপস্থিত জনসাধারণের সাথে কথা বলেন এবং তাদের হাতে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান সম্বলিত তারেক রহমানের ৩১ দফাসহ জনকল্যাণে বিএনপির আগামী পরিকল্পনা সমেত লিফলেট তুলে দেন।
এর আগে গারো সম্প্রদায়ের আসন্ন “ওয়ানগালা উৎসব” নিয়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক সংগঠকদের সাথে নৃগোষ্ঠীর সাংস্কৃতিক একাডেমিতে মতবিনিময় করেন।
আমতৈল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক পরান আলী কাঞ্চুর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহ্বায়ক আবদুল হাই, মিজানুর রহমান, মোনায়েম হোসেন খান খোকন, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন বিশ্বাস বক্তব্য দেন।
- উমর ফারুক আকাশ/এমআই