আলফাডাঙ্গায় বিএনপির মনোনয়ন ঘিরে দ্বন্দ্ব, ‘ভুয়া দাবি’ বলে ঝাড়ু মিছিল

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ২১:৩৪
---2025-10-15T213245-68efbf154a444.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুর-১ আসনে খন্দকার নাসিরুল ইসলাম বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন-এমন দাবি ছড়িয়ে পড়ার পর আলফাডাঙ্গায় আনন্দ মিছিল হলেও তিন দিন পর সেই দাবি ‘ভুয়া’ বলে প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছে বিএনপির একাংশ।
বুধবার (১৫ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে আলফাডাঙ্গা পৌর যুবদলের উদ্যোগে এ ঝাড়ু মিছিল বের করা হয়। উপজেলা সদরের লোকাল বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ফরিদপুর-১ আসনে খন্দকার নাসিরুল ইসলামের মনোনয়ন প্রাপ্তির খবর সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। এমন ভুয়া প্রচারণা বিএনপির ভেতরে বিভাজন সৃষ্টির চেষ্টা বলেও অভিযোগ করেন তারা।
পৌর যুবদলের সভাপতি সৈয়দ মিজানুর রহমান বলেন, ‘খন্দকার নাসিরুল ইসলাম বিএনপির মনোনয়ন পেয়েছেন-এমন মিথ্যাচার দলের ভেতরে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’
সমাবেশে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মাহমুদুল হাসান ইয়াদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মকিনুর রহমান প্রমুখ।
এর আগে গত রোববার (১২ অক্টোবর) রাতে খন্দকার নাসিরুল ইসলাম দলীয় মনোনয়ন পেয়েছেন-এমন দাবি করে আলফাডাঙ্গায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছিল তাঁর সমর্থকরা। ওই মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস ও সাবেক সদস্য সচিব নুরুজ্জামান খসরু।
খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ‘আজ যারা ঝাড়ু মিছিল করেছে, তারা বিএনপির কেউ নয়। নেতৃত্বদানকারী ব্যক্তি অনেক আগেই দল থেকে বহিষ্কৃত হয়েছেন। আলফাডাঙ্গা উপজেলা বিএনপি আমার নেতৃত্বে ঐক্যবদ্ধ।’
এ বিষয়ে ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, ‘৩০০ আসনের কোনোতিতেই এখনো কেন্দ্রীয়ভাবে মনোনয়ন চূড়ান্ত হয়নি। এটি একটি প্রক্রিয়াগত বিষয়। তবে হাই কম্যান্ড বিভিন্ন সময় স্থানীয় নেতাদের জনগণের সঙ্গে কাজ করতে বলেন।’
খন্দকার নাসিরুল ইসলামের মনোনয়ন চূড়ান্ত হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘নাসির ভাই আমাকে ফোন করে জানিয়েছেন, দলের চেয়ারম্যান তাকে মনোনয়নের আশ্বাস দিয়েছেন।’
- মিয়া রাকিবুল/এমআই