নারীর অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী অগ্রগামী ছিল : ডা. ফখরুদ্দিন মানিক

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ২১:৪৭
---2025-10-15T214716-68efc21b977cb.jpg)
ছবি : বাংলাদেশের খবর
নারীর অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী সব সময় অগ্রগামী ভূমিকায় ছিল বলে মন্তব্য করেছেন দলটির ফেনী-৩ (দাগনভূঁঞা–সোনাগাজী) আসনের প্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিক।
বুধবার (১৫ অক্টোবর) ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নে তিনটি পৃথক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ফখরুদ্দিন মানিক বলেন, ‘দুনিয়ার নানা মতবাদ নারীদের বঞ্চিত করেছে, কিন্তু ইসলাম তাদের দিয়েছে সম্মান ও মর্যাদা। তথাকথিত নারীবাদীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইসলামের বিরুদ্ধাচরণ করে নিজেদের প্রগতিশীল হিসেবে তুলে ধরতে চায়, যা আমাদের সমাজ ও সংস্কৃতির পরিপন্থী।’
তিনি আরও বলেন, ‘ইসলাম নির্ধারিত বিধিবিধানই নারীর অধিকার ও মর্যাদার প্রকৃত রক্ষা-কবচ। জামায়াত ইসলামী অতীতেও নারীর সম্মান রক্ষায় কাজ করেছে, ভবিষ্যতেও করবে, ইনশাআল্লাহ।’
ডা. মানিক উপস্থিত নারীদের উদ্দেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ‘দেশ ও দশের খেদমতের সুযোগ করে দিতে’ আহ্বান জানান।
- এম. এমরান পাটোয়ারী/এমআই