Logo

সারাদেশ

বগুড়ায় ডিবি পুলিশের ওসিসহ ৩ কর্মকর্তা ক্লোজড

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ২১:৫৬

বগুড়ায় ডিবি পুলিশের ওসিসহ ৩ কর্মকর্তা ক্লোজড

বগুড়া ডিবির ইনচার্জ ইকবাল বাহার। ছবি : সংগৃহীত

বগুড়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জসহ (ওসি) তিন পুলিশ কর্মকর্তাকে রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।  

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে স্বাক্ষর করেছেন ডিআইজি মো. শাহজাহান।  

ক্লোজ হওয়া কর্মকর্তারা হলেন, বগুড়া ডিবির ইনচার্জ ইকবাল বাহার, ডিবির ইন্সপেক্টর রাকিব হোসেন এবং এসআই মোহাম্মদ ফজলুল হক।

আদেশে বলা হয়েছে, “প্রশাসনিক কারণে” তাদের রাজশাহীতে আরআরএফ-এ সংযুক্ত করা হয়েছে এবং দ্রুত সেখানে যোগদানের নির্দেশও দেওয়া হয়েছে।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান জানান, আদেশ হাতে পেয়েছেন এবং পরবর্তী করণীয় বাস্তবায়ন করা হবে।

তবে ঠিক কী কারণে এই সিদ্ধান্ত, তা নিয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো স্পষ্ট বক্তব্য দেওয়া হয়নি। বিষয়টি স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মাঝে নানা গুঞ্জনের জন্ম দিয়েছে।

  • জুয়েল হাসান/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ পুলিশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর