Logo

সারাদেশ

আলফাডাঙ্গায় ৩ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৮:৫৩

আলফাডাঙ্গায় ৩ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদী থেকে তিন লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৫ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দিগনগর এলাকার মধুমতি নদীতে এই অভিযান পরিচালনা করা হয়। সন্ধ্যায় জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু উপস্থিত থেকে সহায়তা করেন।

উপজেলা মৎস্য বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মধুমতি নদী থেকে আনুমানিক তিন লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে উপজেলা পরিষদ পুকুরপাড়ে জনসম্মুখে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান বলেন, ‘অবৈধভাবে চায়না দুয়ারি জাল ব্যবহার করে দেশীয় প্রজাতির মাছ ধ্বংস করা হচ্ছে। এর সঙ্গে নদীর জীববৈচিত্র্যও নষ্ট হচ্ছে। দেশীয় মাছ সংরক্ষণে এ অভিযান চালানো হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

মিয়া রাকিবুল/এমএইচএস 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর