পাসের হার সবচেয়ে কম কুমিল্লা শিক্ষা বোর্ডে
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১২:০২
ছবি : বাংলাদেশের খবর
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত হয়েছে। কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৪৮ দশমিক ৮৬ শতাংশ। এটিই এবছর বোর্ডভিত্তিক সর্বনিম্ন পাসের হার। কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৭০৭ জন শিক্ষার্থী।
ফলাফল বৃহস্পতিবার সকালে কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর সামছুল আলম ঘোষণা করেন। প্রকাশিত বিবরণীতে জানানো হয়েছে, এবছর কুমিল্লা বোর্ডের অধীনে ৯৯ হাজার ৫৭৬ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এদের মধ্যে ৪৮ হাজার ৬৫৭ জন পাস করেছেন, ৫০ হাজার ৯১৯ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।
পাস করা শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে পাসের হার ৬২ দশমিক ৬৪, ব্যবসায় শিক্ষা শাখায় ৪৪ দশমিক ৮ এবং মানবিক শাখায় ৪৩ দশমিক ৯০ শতাংশ।
কুমিল্লা শিক্ষাবোর্ডে এবার ৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। তবে ৯টি প্রতিষ্ঠান এমন রয়েছে যেখানে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।

