চট্টগ্রামে এইচএসসি পাসের হার ৫২.৫৭ শতাংশ, এগিয়ে মেয়েরা
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৬:৪৫
ছবি : বাংলাদেশের খবর
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৫২.৫৭ শতাংশ। এবার মোট ৬ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এ পরীক্ষায় পাসের হারে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছেন মেয়েরা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী এসব তথ্য জানান।
তিনি বলেন, এবারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ২ হাজার ৯৭০ জন। এর মধ্যে পাস করেছেন ৫৩ হাজার ৫৬০ জন। ছেলেদের পাসের হার ৪৮.৯৫ শতাংশ এবং মেয়েদের ৫৫.৪৯ শতাংশ।
বিভাগভিত্তিক ফলাফলে দেখা গেছে, বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৮.৭৫ শতাংশ, ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৫.৩০ শতাংশ এবং মানবিক বিভাগে ৩৭.০৮ শতাংশ।
গত বছরের তুলনায় এবারে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা উভয়ই কমেছে। চট্টগ্রাম নগরে পাসের হার ৭০.৯০ শতাংশ, চট্টগ্রাম জেলায় ৪৩.৬৩ শতাংশ। তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটিতে পাসের হার ৪১.২৪ শতাংশ, খাগড়াছড়িতে ৩৫.৫৩ শতাংশ এবং বান্দরবানে ৩৬.৩৮ শতাংশ। এছাড়া কক্সবাজার জেলায় পাসের হার ৪৫.৩৯ শতাংশ।
ফলাফল সকাল ১০টা থেকে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে জানা গেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন আহাম্মদ, সচিব এ কে এম সামছু উদ্দিন আজাদসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তারা।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২৬ জুন এবং শেষ হয় ১৯ আগস্ট। নির্ধারিত সময়ের পর স্থগিত কিছু পরীক্ষা পরবর্তীতে সম্পন্ন করা হয়েছে।
সানাউল্লাহ/এমবি

