Logo

সারাদেশ

সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

Icon

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৭:১০

সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তঃনগর ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ছবি : বাংলাদেশের খবর

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তঃনগর ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে কুমিরা-সীতাকুণ্ড রেলসেকশনের ৩৭/৩-৪ কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আশরাফ ছিদ্দিক জানান, চট্টগ্রামগামী ‘মহানগর প্রভাতী এক্সপ্রেস’ ট্রেনটি দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে ঘটনাস্থল অতিক্রম করে। এ সময় ডাউন লাইনে থাকা প্রায় ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তিকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং আইনগত প্রক্রিয়া শুরু করেন।

পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় এখনও জানা যায়নি। লাশ শনাক্তের চেষ্টা চলছে।

মোহাম্মদ জামশেদ আলম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত ট্রেন চলাচল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর