Logo

সারাদেশ

মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ পাস, সবাই জিপিএ-৫

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৮:১৯

মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ পাস, সবাই জিপিএ-৫

মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ পাস, সবাই জিপিএ-৫। ছবি : বাংলাদেশের খবর

বরাবরের মতো এবারও চমকপ্রদ সাফল্য দেখিয়েছে টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ। চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় কলেজটির ৫৭তম ব্যাচের ৪৬ জন শিক্ষার্থীই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ২২ জন পেয়েছেন গোল্ডেন জিপিএ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সারাদেশে একযোগে ফলাফল প্রকাশের পর কলেজ ক্যাম্পাসে আনন্দ-উল্লাসে মেতে ওঠে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। শিক্ষার্থীদের হাতে ফলাফল তুলে দেওয়া হলে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সাফল্যের বিষয়ে জানতে চাইলে মির্জাপুর ক্যাডেট কলেজের প্রিন্সিপাল কর্ণেল এস. এম. ফয়সল বলেন, ‘ক্যাডেট কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় বরাবরের মতো এবারও এই অসাধারণ সাফল্য এসেছে। আমি বিশ্বাস করি ভবিষ্যতেও শিক্ষকদের প্রজ্ঞাবান দিকনির্দেশনা, দক্ষ নেতৃত্ব ও অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা, শৃঙ্খলা ও উন্নয়নের নতুন দিগন্ত আরও উন্মোচিত হবে।’

তিনি আরও বলেন, ‘ভবিষ্যতেও এ ধরণের সাফল্য নিয়ে দেশের মুখ উজ্জ্বল করবে ক্যাডেটরা।’

রাব্বি ইসলাম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

এইচএসসি সেনাবাহিনী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর