Logo

সারাদেশ

চট্টগ্রামে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে যোগ দিল সেনা-নৌবাহিনী-বিজিবি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৮:৪৭

চট্টগ্রামে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে যোগ দিল সেনা-নৌবাহিনী-বিজিবি

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ নামে একটি কারখানায় আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিকেল সাড়ে ৪টার দিকে নৌবাহিনীর চারটি ইউনিটও আগুন নেভানোর কাজে যোগ দেয়।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, চট্টগ্রাম ইপিজেডের অগ্নিকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে ২ প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে। তারা স্থানীয় প্রশাসন ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সাততলা ভবনের ৫ম, ৬ষ্ঠ ও ৭ম তলায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট বর্তমানে কাজ করছে।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামির হোসেন বলেন, ইপিজেডের ভেতরে একটি মেডিকেল একসেসরিজ তৈরির কারখানায় আগুন লেগেছে। এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।

এনএমএম/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর