Logo

সারাদেশ

চাকসু নির্বাচনে লোহাগাড়ার নির্বাচিত হলেন যারা

Icon

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ২০:০৮

চাকসু নির্বাচনে লোহাগাড়ার নির্বাচিত হলেন যারা

বহুল প্রত্যাশিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে লোহাগাড়া উপজেলার ৬ জন ছাত্র প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

নির্বাচিতরা হলেন- কেন্দ্রীয় সহযোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক : ওবাইদুল সালমান, উপজেলার পুটিবিলা ইউনিয়ন; কেন্দ্রীয় নির্বাহী সদস্য : আদনান শরীফ; ভিপি-আলাওল হল : মোহাম্মদ রাকিবুল বশর রাকিম মাহমুদ, উপজেলার আমিরাবাদ ইউনিয়ন; সাহিত্য, সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক-আলাওল হল : শেফায়াত হোসাইন, উপজেলার পুটিবিলা ইউনিয়ন; সাহিত্য, সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক-সোহরাওয়ার্দী হল : মুহাম্মদ নাঈম উদ্দীন, উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের আমতলী ইয়াছিন মাঝির পাড়া; দপ্তর সম্পাদক-শহীদ ফারহাদ হোসেন হল : মুহাম্মদ হারুনুর রশিদ।

নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের মধ্যে ভিপি মোহাম্মদ রাকিবুল বশরের নিজ বাড়ি আমিরাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বাঁশখালীয়া পাড়ায় পরিবারের মাঝে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে। 

রাকিবুল বশরের বড় ভাই সাকিব মাহমুদ বলেন, আমি আজ খুবই আনন্দিত, যা আবেগের ভাষায় বলে বুঝানো যাবে না। আমার ছোট ভাই ছোটবেলা থেকে মানুষের বিপদে এগিয়ে আসত। কারো সমস্যায় নিজেকে সাহায্যের হাত বাড়াত। এক কথায় মানুষের সুখে-দুঃখে পাশে থাকা তার প্রধান কাজ। শিক্ষা ক্ষেত্রে অযথা সময় নষ্ট না করে লেখাপড়ার প্রতি বিশেষ মনোযোগী থাকত। আমি ভাইয়ের আরও সফলতা কামনা করি।

আবুল কালাম আজাদ/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর