জামালপুরের ইসলামপুরে বেড়েছে বিবাহবিচ্ছেদ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ২০:৩৬

সাম্প্রতিক বছরগুলোতে জামালপুরের ইসলামপুর উপজেলায় বিবাহবিচ্ছেদের ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। উপজেলা রেজিস্ট্রার অফিসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এ উপজেলায় প্রায় ১ হাজার ৫০০ বিবাহ বিচ্ছেদ হয়েছে, যা দৈনিক গড়ে ৮ জনের সমান।
সংশ্লিষ্টরা বিবাহ বিচ্ছেদের পেছনে কয়েকটি কারণ উল্লেখ করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি দায়ী করা হচ্ছে- পরকীয়া, অপরিণত বয়সে বিয়ে, তথ্যপ্রযুক্তির অবাধ ব্যবহার ও প্রবাস জীবনের কারণে সংসারে অস্থিরতা।
সচেতন মহলের মতে, পারিবারিক শিক্ষা, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের প্রতি গুরুত্ব দিলে সমাজে বিবাহবিচ্ছেদ অনেকাংশে কমানো সম্ভব। পাশাপাশি দেশের প্রচলিত আইন যথাযথভাবে প্রয়োগ ও তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে বিবাহ বিচ্ছেদের হার কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
উপজেলা সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত ব্যক্তি সৈয়দ মাসুদ রাজা জানান, তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহের কারণে পরকীয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। অনেক মানুষ প্রতিষ্ঠিত সংসার ছেড়ে অন্যের সঙ্গে চলে যাচ্ছে। এজন্য সমাজে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আবু তাহের বলছেন, অল্প বয়সে বিয়ে হলে ছেলে-মেয়ের স্বাস্থ্যঝুঁকি বাড়ে। এর ফলে মাতৃমৃত্যুর হারও বৃদ্ধি পায়। বাল্যবিবাহ বিবাহ বিচ্ছেদের একটি প্রধান কারণ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বাংলাদেশের খবরকে জানান, পারিবারিক বন্ধনের দুরত্ব সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারের কারণে বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটছে। যৌতুক প্রথা বিবাহবিচ্ছেদের অন্যতম কারণ। এ প্রথা বিলুপ্ত না হলে সমস্যার সমাধান সম্ভব নয় বলেও জানান তিনি।
ফিরোজ শাহ/এমবি