চরফ্যাসন সরকারি কলেজে কমেছে জিপিএ-৫, পাসের হার ৭৬.৯৩ শতাংশ

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ২১:০৩

ভোলার চরফ্যাসন সরকারি কলেজ।
চলতি বছরে ভোলার চরফ্যাসন সরকারি কলেজ থেকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা মিলিয়ে ৮৬৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৬৬৭ জন কৃতকার্য এবং ২২১ জন অকৃতকার্য হয়েছেন। ফলে কলেজের পাসের হার দাঁড়িয়েছে ৭৬.৯৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন মাত্র ১৭ জন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
শাখাভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগের ২৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩৭ জন কৃতকার্য, ২৯ জন অকৃতকার্য এবং ১২ জন জিপিএ-৫ অর্জন করেছেন। মানবিক বিভাগের মধ্যে কৃতকার্য ৩৩৭ জন, অকৃতকার্য ১৬০ জন, জিপিএ-৫ পেয়েছেন ৫ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৯৩ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন, অকৃতকার্য ৩২ জন।
গত বছর (২০২৪) একই কলেজ থেকে ৬৮০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। তখন ৬৫৫ জন কৃতকার্য ও ২৫ জন অকৃতকার্য হন। পাসের হার ছিল ৯৬.৩২ শতাংশ।
গত বছরে কলেজে ১৬৬ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ছিল। তুলনামূলকভাবে দেখা যাচ্ছে, চলতি বছরে পাসের হার কমেছে প্রায় ১৯.৩৯ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১৪৯ জন।
ফলাফলের এ পতন নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
তবে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের পড়াশোনায় কিছু ঘাটতি ছিল। তবে ভবিষ্যতে ফলাফলের উন্নতির জন্য শিক্ষকরা আরও মনোযোগী হবেন।
এম ফাহিম/এমবি