Logo

সারাদেশ

প্রায় ১৭ ঘণ্টা পর সিইপিজেডের আগুন নিয়ন্ত্রণে

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১০:৩৪

প্রায় ১৭ ঘণ্টা পর সিইপিজেডের আগুন নিয়ন্ত্রণে

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রায় ১৭ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে পুরোপুরি নির্বাপণ করতে আরও সময় লাগবে।

ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও বিজিবি সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করছেন।

গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সিইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কে অবস্থিত আটতলা ভবনের সপ্তম তলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড এবং জিহং মেডিকেল কোম্পানির গুদাম ছিল। কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

দাউ দাউ করে জ্বলা আগুনে আশপাশের কয়েকশ মিটার এলাকা পর্যন্ত তীব্র তাপ অনুভূত হয়। আগুনের ভয়াবহতায় দমকলকর্মীরা প্রথমদিকে একপ্রকার অসহায় হয়ে পড়েন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের একজন কর্মকর্তা শুক্রবার সকালে জানান, ‘সকাল ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনো ১৭টি ইউনিট কাজ করছে। আগুন পুরোপুরি নির্বাপণ করতে আরও কিছু সময় লাগবে।’

প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে তদন্ত শুরু করা হবে।

ভবনটির সাততলায় অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড টাওয়েল ও ক্যাপ তৈরি করত, আর জিহং মেডিকেল কোম্পানিতে তৈরি হতো সার্জিকেল গাউন ও চিকিৎসা সরঞ্জাম। ভবনটির আটতলা খালি ছিল বলে জানা গেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর