Logo

সারাদেশ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে মশাল প্রজ্জ্বালন

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১২:২৯

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে মশাল প্রজ্জ্বালন

ছবি : বাংলাদেশের খবর

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে স্থানীয়রা মশাল হাতে নদীপারের অবস্থান কর্মসূচী পালন করেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বুড়িরহাট এলাকায় তিস্তা নদীর তীরে এই কর্মসূচীর আয়োজন করে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি।

কর্মসূচীতে তিস্তা পাড়ের সহস্রাধিক মানুষ মশাল জ্বালিয়ে অংশ নেন। তারা দাবি করেছেন, যুগের পর যুগ ধরে তিস্তার ভাঙনে তাদের ঘরবাড়ি ও ফসলী জমি বারবার বিলীন হয়েছে, কিন্তু কোনো সরকার স্থায়ী ব্যবস্থা গ্রহণ করেনি। তাই অর্ন্তবর্তী সরকারের সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করার দাবি তিস্তা পাড়ের মানুষের।

রাজারহাট উপজেলার ভড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট এলাকার জহুরুল ইসলাম বলেন, ‘এ পর্যন্ত তিস্তার ভাঙনে পাঁচবার বসতবিটা ও ফসলী জমি হারিয়েছি। বছরের পর বছরের প্রতিশ্রুতির পরও কাজ শুরু হয়নি। এবার মশাল মিছিল নিয়ে নদীর পাড়ে অবস্থান কর্মসূচী পালন করছি।’

কর্মসূচীতে উপস্থিত ছিলেন তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সোহেল হোসাইন কায়কোবাব, অধ্যক্ষ হাসিবুর রহমান হাসিব, রাজারহাট উপজেলা শাখার আহবায়ক আনিছুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, ‘প্রতি বছর তিস্তার ভাঙনে শত শত পরিবার বসতবিটা ও ফসলী জমি হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। বারবার প্রতিশ্রুতির পরও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না। তাই তালবাহানা না করে অর্ন্তবর্তী সরকারের সময়েই এই প্রকল্পের কাজ শুরু করতে হবে, যাতে তিস্তা পাড়ের হাজার হাজার মানুষকে বাঁচানো যায়।’

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর