Logo

সারাদেশ

খাগড়াছড়িতে বাস উল্টে নিহত ২, আহত ১২

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১৪:০৬

খাগড়াছড়িতে বাস উল্টে নিহত ২, আহত ১২

খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। ছবি : বাংলাদেশের খবর

খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত ১২ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক সড়কের সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি বলে জানিয়েছেন পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙামাটির বাঘাইছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি বাস সাপমারা পুলিশ চেকপোস্ট পার হয়ে পাহাড় নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ সময় আরও অন্তত ১০ থেকে ১২ জন আহত হন। পরে উদ্ধার অভিযানে বাসের নিচ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

খবর পেয়ে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠায়।

মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী জানান, রাঙামাটির বাঘাইছড়ি থেকে চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়েছেন। উদ্ধার কার্যক্রম চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

ছোটন বিশ্বাস/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর