পিআর পদ্ধতি হলো জনগণের শাসন ব্যবস্থা : অধ্যাপক লিয়াকত আলী
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১৪:৫৪
ছবি : বাংলাদেশের খবর
পিআর পদ্ধতি হলো জনগণের শাসন ব্যবস্থা, বিশ্বের ৯১টি দেশে পিআর পদ্ধতি চালু আছে বলে জানিয়েছেন ফেনী-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজনসহ ৫ দফা দাবি নিয়ে ফেনীতে গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দলটির ফেনী শহর শাখার আয়োজনে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের একটি কনভেনশন সেন্টারে এ বৈঠকের আয়োজন করা হয়।
তিনি বলেন, ‘পিআর পদ্ধতি নতুন কিছু না। বিশ্বের ৯১টি দেশে পিআর পদ্ধতি চালু আছে। প্রচলিত পদ্ধতি হলো সংখ্যালঘু শাসন। পিআর পদ্ধতি হলো জনগণের শাসন ব্যবস্থা। জুলাই আন্দোলন সকলের। এ আন্দোলন নিয়ে কেউ একক কর্তৃত্ব নিতে চাইলে হবে না। আমরা চাই পিআর এর মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক। সকল ধর্ম বর্ণের প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত হবে। দেশ জাতির কল্যাণের জন্য পিআর পদ্ধতির কথা আমরা বলছি।’
ফেনী শহর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন-জেলা জামায়াতের সাবেক আমির একেএম শামসুদ্দীন, জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান।
শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা সামাউন হাসানের সঞ্চালনায় বৈঠকে বক্তব্য দেন- হেফাজতে ইসলাম ফেনী জেলা শাখা সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক, খেলাফতে মজলিসের ফেনী জেলা আমির, এনডিএফের ফেনী জেলা সভাপতি ডা. শহীদুল ইসলাম, ইঞ্জিনিয়ার ফজলুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক একরামুল হক ভূঁইয়া, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফেনী জেলা শাখার সহসভাপতি অ্যাডভোকেট সমীর কর, ফেনী জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহিম, প্রচার ও মিডিয়া সম্পাদক আনম আব্দুর রহীম, চৌয়ারা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নাসির উদ্দিন সরকার, সাংবাদিক আরিফুর রহমান, আতিয়ার সজল ও শফি উল্লাহ রিপন, অ্যাডভোকেট একরামুল হক ভূঞা, অ্যাডভোকেট মাঈন উদ্দিন, অ্যাডভোকেট শহিদুল ইসলাম সেলিম, অ্যাডভোকেট এমদাদ হোসেন, জেলা শিবিরের সভাপতি আবু হানিফ হেলাল, শহর শিবিরের সেক্রেটারী শফিকুল ইসলাম।
- এম. এমরান পাটোয়ারী/এমআই

